বিএনপি নেতা সাক্কু দল থেকে আজীবন বহিষ্কার

মনিরুল হক সাক্কু। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে।

এ ছাড়াও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর শাখার সভাপতি নিজাম উদ্দিন কায়সারকেও দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

বিএনপির এই ২ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হয়েছেন।

দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএনপি।

মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

গত বছর অক্টোবরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ না করতেও দলের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছে বিএনপি।

Comments