বাংলাদেশের সিনেমার জন্য বিশ্বের দরজা খুলছে: চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী অভিনীত নতুন সিনেমা 'পাপ-পুণ্য' মুক্তি পেয়েছে সম্প্রতি। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী। ছবি: স্টার

চঞ্চল চৌধুরী অভিনীত নতুন সিনেমা 'পাপ-পুণ্য' মুক্তি পেয়েছে সম্প্রতি। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

নতুন সিনেমা মুক্তিসহ নানা বিষয়ে আজ রোববার দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন চঞ্চল চৌধুরী।

নতুন সিনেমা মুক্তির পর কেমন লাগছে?

প্রতিটি নতুন সিনেমা আমার কাছে নতুন অভিজ্ঞতা। নতুন সিনেমা মানেই দর্শকদের কাছে নতুন গল্প নিয়ে উপস্থিত হওয়া। এক জীবনে অনেক জীবন পাওয়ার স্বাদ শিল্পী জীবনেই সম্ভব। শিল্পী জীবনকে উপভোগ করি। নতুন সিনেমা মুক্তির পর এক ধরনের বাড়তি ভালোবাসা সবসময়ই কাজ করে। ‍এবারও করছে।

'পাপ-পুণ্য' বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেকগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বাংলাদেশের সিনেমার জন্য এটি বিরাট সম্ভাবনার বিষয়। বাংলাদেশের সিনেমার জন্য বিশ্বের দরজা খুলে যাচ্ছে। কিন্তু এটা ধরে রাখার দায়িত্ব আমাদের। সেজন্য ভালো সিনেমা নির্মাণের বিকল্প নেই। দেশের বাইরে থেকে অনেকে আমার সঙ্গে কথা বলেছেন। আমার মনটা ভরে গেছে। আমি চাইব, আয়নাবাজি' ও 'দেবীর' মতো 'পাপ-পুণ্য'ও মানুষ দেখুক। নি:সন্দেহে 'পাপ-পুণ্য' ভালো সিনেমা। আমি নিজে প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছি। পরিচালক গিয়াস উদ্দিন সেলিম শতভাগ যত্ন নিয়ে নির্মাণ করেছেন। আমরা যারা অভিনয় করেছি, শতভাগ ভালোবাসা দিয়ে অভিনয় করেছি।

চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

সিনেমাটির প্রচার কি আশানুরূপ হয়েছে?  

যে কোনো সিনেমার জন্য প্রচার একটি বড় ভূমিকা রাখে। মানুষকে তো জানাতে হবে, একটি সিনেমা মুক্তি পাচ্ছে। ভালো সিনেমার জন্য প্রচার আরও দরকার। আমি সাধ্যমত চেষ্টা করছি 'পাপ-পুণ্য' প্রচারের জন্য। আমাদের অনেকেই এর প্রচার কাজ করছেন, প্রেক্ষাগৃহে গিয়ে দেখছেনও। তাদেরকে ভালোবাসা জানাই। কিন্তু সম্মিলিতভাবে সবাই কি প্রচার করছেন? অথচ সবারই প্রচারের জন্য এগিয়ে আসা উচিত। সিনেমা সবার। ভালো সিনেমার কথা অনেকে বলেন, তারা প্রেক্ষাগৃহে গিয়ে 'পাপ-পুণ্য' দেখুন। দেখার পর প্রশংসা বা সমালোচনা করুন। অভিনয়, পরিচালনাসহ মিডিয়ায় কয়েক হাজার মানুষ আছেন। আমি মনে করি, তাদের সবারই উচিত ভালো সিনেমার প্রচারে এগিয়ে আসা। তাহলে সিনেমা শিল্পেরই জয় হবে।

সিনেমাটিতে খোরশেদ চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছেন। ওই চরিত্রের ভেতরই কি আছেন এখনও?  

না। শুটিং শেষ করার পর খোরশেদ চেয়ারম্যানের চরিত্র ওখানেই থেকে গেছে। কিন্ত দর্শকদের জন্য খোরশেদ চেয়ারম্যান রয়ে গেছে। এটি দর্শকদের জন্য রয়ে যাবে বহুদিন। এভাবে আমাকে কোনো সিনেমায় দেখা যায়নি।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

4h ago