নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালী সদর উপজেলায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ডোবা থেকে মারুফ হোসেন (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনের পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার নাক ও ২ কানে রক্ত ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় নিয়ে গেছে পুলিশ।

মৃত মারুফ পৌরসভার দুর্গানগর এলাকার আহছান উল্যার ছেলে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সে।

মারুফের বড় ভাই মো. জহির (২২) জানান, মারুফ স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে কাজ করত। গতকাল বিকেলে দোকান থেকে ফিরে বাড়ির সামনে খেলছিল সে। সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে এসে অজ্ঞাত পরিচয়ের ২ যুবক মারুফকে তুলে নিয়ে যান। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ সকালে এক শিশুর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ও পরিবারের লোকজন সেখানে গিয়ে মারুফকে শনাক্ত করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা দ্য ডেইলি স্টারকে বলেন, 'শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় তার নাকে ও কানে রক্তের দাগ দেখা গেছে। তাকে কে বা কারা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে, সে ব্যাপারে এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় নেওয়া হয়েছে।'

২ জনের পরিচয় না জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

Comments

The Daily Star  | English

Govt seeks Interpol red notice against owners of 3 garment factories

Labour ministry initiates move to issue red notice against three garment factory owners

1h ago