মাঙ্কিপক্স কি মহামারি রূপ নিতে পারে?

বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যেই উদ্বেগের নতুন কারণ হয়ে উঠেছে মাঙ্কিপক্স। এখন পর্যন্ত এ রোগে মৃত্যুর খবর না পাওয়া গেলেও ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ১২টি দেশে এই  ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে মাঙ্কিপক্স শনাক্ত করার ওপর জোর দিয়ে সব আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্থলবন্দরকে নির্দেশ দিয়েছে দেশের স্বাস্থ্য অধিদপ্তর।

একইসঙ্গে শরীরে জ্বর এবং র‍্যাশ দেখা গেলে আক্রান্ত ব্যক্তি যেন নিজেই কারো সংস্পর্শে না যায় এবং কাছাকাছি সরকারি হাসপাতালে গিয়ে পরীক্ষা করায় সেই নির্দেশনাও দিয়েছে অধিদপ্তর।

মাঙ্কিপক্স কি মহামারি রূপ ধারণ করতে পারে? সেক্ষেত্রে আমাদের করণীয়, প্রস্তুতি এবং সক্ষমতাই বা কতটুকু?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেশে মাঙ্কিপক্স প্রাদুর্ভাবের আশঙ্কা এবং তা প্রতিরোধে, আমাদের প্রস্তুতি নিয়ে আহসান হাবীবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহমেদ সুজন।

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

1h ago