চাঁদপুর

মতলব সেতু সংযোগ সড়কে হঠাৎ ভাঙন

সেতুর উত্তরাংশে প্রবেশমুখে ২০-২৫ ফুট গভীর গর্ত হয়ে সড়ক দেবে গেছে। ছবি: আলম পলাশ/স্টার

চলতি মাসের বৃষ্টিতে চাঁদপুরে মতলব সেতুর সংযোগ সড়কে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। সেতুর উত্তরাংশে প্রবেশমুখে ২০-২৫ ফুট গভীর দুটি গর্ত হয়ে সড়ক দেবে গেছে। এতে সেতুটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

তবে তাৎক্ষনিকভাবে বিষয়টি সড়ক বিভাগের নজরে আসায় সেতুটি অচল হয়ে পড়া থেকে রক্ষা পায়। সড়ক সংস্কারে ব্যয় হবে ৩০ লাখ টাকা।

সড়ক বিভাগ সূত্র জানায়, ঢাকার সঙ্গে চাঁদপুরের যোগাযোগ সহজ করতে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার মাঝে ধনাগোদা নদীতে ৮৬ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মিত হয়।

২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এই সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হয়।

ধসে যাওয়া অংশে বাঁশ ও লাল পতাকা দিয়ে সড়ক আটকে রাখা হয়েছে। ছবি: আলম পলাশ/স্টার

আজ শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর উত্তর পূর্বাংশের সড়কে ধসে যাওয়া অংশে বাঁশ ও লাল পতাকা দিয়ে আটকে রাখা হয়েছে।

সেখানে প্রায় ২৫ গভীরতায় নিচে মেশিন বসিয়ে আলাদা দেয়াল করে সড়ক রক্ষার কাজ চলছে।

সেতুর টোল আদায়ের দায়িত্বে থাকা একজন দ্য ডেইলি স্টারকে জানান, এই সেতু দিয়ে প্রতিদিন ঢাকা, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার অন্তত ২-৩ হাজার যানবাহন চলাচল করে। গত ২৪ তারিখ রাতে হঠাৎ এই ভাঙন দেখা দেয়।

এতে সেতু পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় তাৎক্ষনিকভাবে সড়ক বিভাগকে খবর দেওয়া হয় বলে জানান তিনি।

জানতে চাইলে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামছুদ্দৌহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত কয়েকদিনের বৃষ্টিতে অ্যাপ্রোচ সড়কের একাংশের ড্রেনটি ভেঙে দেবে যায়। বিষয়টি তাৎক্ষনিক নজরে আসাতে ভয়াবহ বিপদ থেকে চলাচলকারীরা রক্ষা পায়।'

'আমরা এই অংশে সেতুর নিচ দিয়ে পৃথক সাপোর্টিং দেয়াল দিয়ে রক্ষার চেষ্টা করছি,'বলেন তিনি।

এতে বাড়তি প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হচ্ছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

World press freedom day: 266 journalists face criminal cases so far

Fears for physical safety and instances of judicial harassment are still profoundly visible -- only the actors have changed.

9h ago