ফেরি স্বল্পতা ও তীব্র স্রোত, পাটুরিয়ায় পারের অপেক্ষায় ২ শতাধিক গাড়ি

নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগছে। এসব কারণে ঘাট এলাকায় কিছু গাড়ি আটকা পড়ছে। ছবি: জাহাঙ্গীর শাহ/স্টার

ফেরি স্বল্পতা ও স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন পারাপার বিলম্বিত হচ্ছে। এতে মহাসড়কে ও ঘাট এলাকায় আটকা পড়েছে ২ শতাধিক গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ শনিবার সকালে রো রো ফেরি 'শাহ পরান' এবং কে-টাইপ ফেরি 'চন্দ্রমল্লিকা' ও 'মাধবীলতা' পাটুরিয়া ঘাটের কাছে ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। নদী পারের অপেক্ষায় ঘাট এলাকা আটকে আছে শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। আটকে পড়া বাসকে ৩ নম্বর ঘাট থেকে পাটুরিয়া-উথলী সংযোগ সড়কের আরসিএল মোড় পর্যন্ত ১ কিলোমিটার এলাকায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আর ট্রাকগুলো রাখা হয়েছে পাটুরিয়া ট্রাক টার্মিনালে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি ফেরির মধ্যে বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি ফেরি পাটুরিয়ায় ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। এ ছাড়া, নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগছে। এসব কারণে ঘাট এলাকায় কিছু গাড়ি আটকা পড়ছে।'

তিনি আরও বলেন, 'যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাসগুলো আগে পার করা হচ্ছে। সন্ধ্যার আগেই ফেরি ৩টির মেরামত কাজ শেষ হবে এবং সার্ভিসে যুক্ত হবে। তখন ঘাটে আটকা পড়া গাড়িগুলো দ্রুত পার করা সম্ভব হবে।'

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

34m ago