শিশুদের ফোন পেয়েও দেরি করা ভুল সিদ্ধান্ত ছিল: টেক্সাস পুলিশ

যুক্তরাষ্ট্রের টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক স্টিভেন ম্যাকক্র। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক স্টিভেন ম্যাকক্র বলেছেন, টেক্সাসের স্কুলে বন্দুকধারীর হামলার সময় ঘটনাস্থলে পৌঁছানোর পরও শ্রেণিকক্ষে ঢোকার চেষ্টা না করে বাইরে অপেক্ষা করা পুলিশের ভুল সিদ্ধান্ত ছিল। 

স্কুলের একাধিক শিশু ভেতর থেকে পুলিশের কাছে ফোন করে সাহায্য চাইলেও যথাসময়ে সিদ্ধান্ত নিতে ভুল হয়েছিল তাদের।

এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে আজ শনিবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

বন্দুকধারীর হামলায় ওইদিন স্কুলটির ১৯ শিশু ও ২ শিক্ষক নিহত হন।  

'যদি এটি সাহায্য করত, তাহলে আমি ক্ষমা চাইতাম। অফিসাররা মনে করেননি যে তখনও হামলা চলছে। তাই সেখানে প্রবেশ করতে দেরি করেছিলেন তারা', স্টিভেন ম্যাকক্র বলেন।

তিনি নিশ্চিত করেন, পুলিশের রব এলিমেন্টারি স্কুলে যাওয়া এবং বন্দুকধারী যে শ্রেণিকক্ষে ছিলেন, সেখানে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেওয়ার মধ্যে ৪০ মিনিটের ব্যবধান ছিল। ঘটনাস্থলে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তারা স্কুলের দারোয়ান চাবি নিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তারা ভেবেছিলেন, হয় তখন স্কুলের ভেতর 'কেউই ঝুঁকিতে নেই', না হয়  'কেউই বেঁচে নেই'। ওই মুহূর্তেও যে হামলা চলছিল, তা তারা বুঝতে পারেননি।  

দেরি করে ব্যবস্থা নেওয়ার জন্য তো পুলিশের ওপর মার্কিন জনগণের ক্ষোভ তৈরি হয়েছেই, পাশাপাশি স্কুলের ভেতরে বন্দুকধারী থাকা অবস্থাতেই বাইরে অবস্থানরত আতঙ্কিত অভিভাবকদের হ্যান্ডকাফ পরিয়ে সামাল দেওয়ার যে ভিডিও ফুটেজ দেখা গেছে, তাতে আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে জনগণের কাছ থেকে।

Comments

The Daily Star  | English
trump zelenskiy meeting in washington

Trump tells Ukraine to give up on NATO and Crimea ahead of Zelensky meeting

Trump will meet first Zelensky and then the leaders of Britain, Germany, France, Italy, Finland, the European Union and NATO, the White House says

54m ago