মা ও নবজাতককে অস্ত্রোপচার টেবিলে ফেলে পালালেন চিকিৎসক-নার্স!

লাইসেন্সবিহীন হাসপাতালে অভিযানে আসছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা, এমন খবরে মা ও নবজাতককে অপারেশন টেবিলে ফেলে রেখেই পালিয়ে যান নারায়ণগঞ্জের একটি হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা। গত ২৯ মে'র এই ঘটনা দেশের স্বাস্থ্যসেবা খাতের অসংখ্য অসংগতির একটি খণ্ডচিত্র।

দীর্ঘদিন ধরে প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো কীভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে? এ অবস্থায় দেশে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে নিশ্চিত হবে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহমেদ সুজন।

Comments

The Daily Star  | English

Govt accepted demands of JnU protesters: UGC chairman

University Grants Commission Chairman Prof SMA Faiz today said the government has accepted the demands of the protesting Jagannath University students

27m ago