সংসদে পদ্মা সেতু নিয়ে আলোচনা ৮ জুন

ফাইল ছবি

পদ্মা সেতু নিয়ে সংসদে সাধারণ আলোচনা হবে আগামী ৮ জুন। আজ রোববার বিকেলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

আজ বিকাল ৫টায় শুরু হওয়া সংসদের ১৮তম অধিবেশন আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

প্রতি কার্যদিবসে আসরের নামাজের পর অধিবেশন শুরু হবে। স্পিকার চলতি অধিবেশনের কার্যদিবস বাড়াতে বা কমাতে পারবেন।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল হক, জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী এবং ড. আব্দুস সাত্তার ভূঁইয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

আগামী ৯ জুন বিকাল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট পেশ করবেন বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে। আগামী ১২ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে এবং ১৩ জুন এটি পাস হবে। ২৯ জুন অর্থ বিল এবং ৩০ জুন নির্দিষ্টকরণ বিল পাস হবে।

Comments

The Daily Star  | English

JCD announces 27-member panel for Ducsu election

One post left vacant in honour of injured student

36m ago