দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

নিখোঁজদের সন্ধানে ব্যানারে ছেয়ে গেছে বিএম ডিপোর প্রবেশপথ

চট্টগ্রামের সীতাকুণ্ডতে ৮৬ ঘণ্টা পরে নিভেছে বিএম ডিপোর আগুন। সরকারি হিসাব অনুযায়ী, এই দুর্ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
bm_container2.jpg
ছবি: এফএম মিজানুর রহমান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডতে ৮৬ ঘণ্টা পরে নিভেছে বিএম ডিপোর আগুন। সরকারি হিসাব অনুযায়ী, এই দুর্ঘটনায় এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

গত শনিবার দুর্ঘটনার রাতে অনেকেই বিএম ডিপো এলাকায় আসেন স্বজনের খোঁজে। পরের দিন সকাল থেকে তাদের অনেকে ঘুরতে থাকেন হাসপাতালে হাসপাতালে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অনেকে তাদের স্বজনের সন্ধান পেতে কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, দুপুর ১২টার দিকে আগুন পুরোপুরি নিভে গেছে। আগুন আর জ্বলছে না। কন্টেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেওয়াতেই সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। আর কোনো মরদেহ পাইনি।

তিনি আরও বলেন, একটি শেড এবং অনেক কনটেইনার পুড়ে দুমড়ে মুচড়ে গেছে। ক্রেনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এর নিচে আর কোথাও কিছু আছে কি না তা এখনই বলা সম্ভব নয়।

রোববার সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন সেনা সদস্যরা। সেই সঙ্গে চালানো হয় উদ্ধার অভিযান। এ সময় স্বজনের ছবি হাতে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গতকাল সকালে নিখোঁজ ভাইয়ের ছবি হাতে বিএম ডিপোর সামনে দাঁড়ান আব্দুল করিম। তিনি বলেন, 'আমি শুধু ভাইকে চাই, আর কিছু চাই না।'

আজ নিখোঁজদের সন্ধান চেয়ে ব্যানারে ছেয়ে গেছে বিএম ডিপোর প্রবেশপথ।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

8h ago