৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব আগামীকাল

স্টার অনলাইন গ্রাফিক্স

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।

চলমান একাদশ জাতীয় সংসদের চতুর্থ বাজেট এটি।

পরবর্তী অর্থবছরের জন্যে অর্থমন্ত্রী ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করবেন বলে আশা করা হচ্ছে।

চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল। পরে তা সংশোধন করে ৫ লাখ ৯৩ হাজার কোটি টাকা করা হয়।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বাজেটে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে।

'কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন' শিরোনামের এবারের বাজেট প্রস্তুত করা হয়েছে।

বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষা খাতসহ বেশ কিছু খাতকে।

অর্থ মন্ত্রণালয় জানায়, বাজেটকে আরও অংশগ্রহণমূলক করতে অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd এ বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যাবে।

দেশ-বিদেশ থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দেওয়া যাবে।

Comments

The Daily Star  | English

JCD announces 27-member panel for Ducsu election

One post left vacant in honour of injured student

36m ago