করপোরেট কর কমছে

আগামী অর্থবছরে কমছে করপোরেট কর। তবে এর জন্য শর্ত রয়েছে। তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন সব কোম্পানির সব ধরনের প্রাপ্তি ও আয় অবশ্যই ব্যাংক স্থানান্তরের মাধ্যমে গৃহীত হতে হবে এবং ১২ লাখ টাকার ঊর্ধ্বে ব্যয় ও বিনিয়োগ ব্যাংক স্থানান্তরের মাধ্যমে সম্পাদন করতে হবে।

তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর জন্য আসছে অর্থবছরে করপোরেট করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৭ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে। তালিকাভুক্ত কোম্পানির জন্য করহার ২২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আর এক ব্যক্তি কোম্পানির করহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

তালিকাভুক্ত কোম্পানিগুলো পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও হিসেবে বাজারে ছাড়লে তারাও আয়ের উপর ২০ শতাংশ কর দিতে পারবে।

তবে পরিশোধিত মূলধন ১০ শতাংশ অথবা এর নিচে হলে কর হার ২৫ শতাংশ হবে।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago