প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার ও হিজড়া কর্মী নিয়োগে বিশেষ কর ছাড়

কোনো প্রতিষ্ঠানে ২৫ জনের বেশি প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার ও হিজড়া কর্মী নিয়োগ দেওয়া হলেই বিশেষ কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী জানান, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান, জীবনমান উন্নয়ন, সামাজিক ও অর্থনৈতিক আত্তীকরণের লক্ষ্যে চালুকৃত বিশেষ কর প্রণোদনা আরও বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে।

তিনি বলেন, যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ২৫ জনের বেশি প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার ও হিজড়া নিয়োগ দেয় তবে কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা করের ৫ শতাংশ যেটি কম তা কর রেয়াত হিসেবে অনুমোদনের প্রস্তাব করা হচ্ছে।

এর আগের বিধান সংশোধন করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago