কুমিল্লার বিএনপি নেতা-কর্মীদের বহিষ্কৃত ২ নেতার নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়ার নির্দেশ

কুমিল্লা প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া বিএনপির বহিষ্কৃত ২ নেতার পক্ষে প্রচারণাসহ যে কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল।

আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, 'বিএনপি এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না, বিষয়টা আগে থেকেই দল বলে আসছে। কিন্তু, কুসিক নির্বাচনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকসহ ২ নেতা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।' 

'ইতোমধ্যে তাদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের একজন কুমিল্লা সিটি করপোরেশনের ২ দুবারের নির্বাচিত মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। সিটি নির্বাচনে যদি তাদের পক্ষে কোনো নেতাকর্মী প্রচার-প্রচারণা চালায় তাহলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।

বিএনপির অন্য নেতা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তার বিষয়ে কেন্দ্রীয়ভাবে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে সাংবাদিকদের আবদুল কাদের ভূইয়া জুয়েল বলেন, 'যারা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাদের দল থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়াও, অন্য যেসব নেতা-কর্মী প্রচারণায় অংশ নিচ্ছেন তাদের বিষয়টিও পর্যবেক্ষণ করা হচ্ছে।'

প্রচার-প্রচারণায় অংশ না নিলেও বিএনপি কর্মীরা ভোট দিতে পারবে কি না এমন প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলেন, 'ভোট দেওয়াও নির্বাচন সংশ্লিষ্ট কাজ। সেজন্য আমরা সবসময় বলে আসছি এ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট ও এমনকি দলের সমর্থকরাও জড়াতে পারবেন না।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

12h ago