মৌসুমীকে ৪ মাস ধরে বিরক্ত করার অভিযোগ প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অভিনেত্রী মৌসুমীকে ৪ মাস ধরে হয়রানি ও বিরক্ত করে আসছেন চিত্রনায়ক জায়েদ খান, এমন অভিযোগ করেছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী।

গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর লিখিত অভিযোগে এসব জানান ওমর সানী।

শিল্পী সমিতিতে করা অভিযোগে ওমর সানী দাবি করেছেন, 'এসব অভিযোগের প্রমাণ আমার এবং আমার ছেলের কাছে আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু কোনো সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সঙ্গে দেখা হলে, এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং হঠাৎ পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।'

ওমর সানীর অভিযোগ প্রসঙ্গে জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি মৌসুমী আপাকে হয়রানি ও বিরক্ত করেছি, এটা প্রমাণ করতে পারলে যে শাস্তি দেবে মাথা পেতে নেব। এটা মৌসুমী আপাকে বলতে হবে। ওমর সানি ভাই এ ধরনের অভিযোগ করলেই তো হবে না। আমি কীভাবে তাকে বিরক্ত করেছি। আপাকে শুধুই সম্মান করা যায়, উনি আমাদের দেশের গর্ব। আমি শিল্পী মানুষ, উনাকে কেন বিরক্ত করব?'

'মৌসুমী ও ওমর সানীর সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশল অবলম্বনের' অভিযোগ বিষয়ে জায়েদ খান বলেন, 'এসব পুরোপুরি মিথ্যা। সানী ভাই কেন এসব করছেন বুঝতে পারছি না। আপনারা মৌসুমী আপার কাছে জানতে চান, উনার অসম্মান হয় এমন কোনো কাজ আমি করেছি কিনা?'

Comments

The Daily Star  | English

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago