আসছে মৌসুমীর ‘দেশান্তর’

মৌসুমীর নতুন সিনেমা ‘দেশান্তর’ মুক্তি পাচ্ছে আগামী ১১ নভেম্বর। ঢাকাসহ সারাদেশে একযোগে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
নতুন সিনেমায় অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। স্টার ফাইল ছবি

মৌসুমীর নতুন সিনেমা 'দেশান্তর' মুক্তি পাচ্ছে আগামী ১১ নভেম্বর। ঢাকাসহ সারাদেশে একযোগে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

মুক্তির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পরিচালক আশুতোষ সুজন।

তিনি বলেন, 'অনেক পরিশ্রম ও যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছি। এটি দেশভাগের ও দেশপ্রেমের সিনেমা।'

এই সিনেমার অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।

মৌসুমীর ‘দেশান্তর’ মুক্তি পাচ্ছে আগামী ১১ নভেম্বর। ছবি: স্টার/ শেখ মেহেদী মোরশেদ

মৌসুমী বলেন, 'দেশান্তর দেশপ্রেমের সিনেমা। চমৎকার একটি গল্পের সিনেমায় অভিনয় করতে পেরে ভালো লেগেছে। আমি মনে করি আমার অভিনয় জীবনে এটি ভালো কিছু যোগ করবে।'

মৌসুমী আরও বলেন, 'ভক্ত ও দর্শকদের অনুরোধ করব প্রেক্ষাগৃহে গিয়ে দেশান্তর দেখতে। আমি অভিনয় করেছি অন্নপূর্ণা চরিত্রে। দেশান্তর সিনেমার গল্প নেওয়া হয়েছে জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের উপন্যাস থেকে। এটি সরকারি অনুদানের সিনেমা।'

মৌসুমীর বিপরীতে সিনেমাটিতে অভিনয় করেছেন আহমেদ রুবেল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান, টাপুর।

 

Comments