মুহিব উল্লাহ হত্যা মামলায় ২৯ আসামির বিরুদ্ধে চার্জশিট

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা হয়েছে। চার্জশিটে ২৯ জনকে আসামি করা হয়েছে।
রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা হয়েছে। চার্জশিটে ২৯ জনকে আসামি করা হয়েছে।

আজ সোমবার দুপুরে অভিযোগপত্রটি কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (উখিয়া) আকতার জাবেদের আদালতে দাখিল করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দীন অভিযোগপত্রটি দাখিল করেন।  

আদালত সূত্রের বরাত দিয়ে রফিকুল ইসলাম আরও জানান, অভিযোগপত্রে ২৯ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে বর্তমানে ১৫ জন কারাগারে আছেন এবং ১৪ জন পলাতক আছেন।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়া উপজেলার বৃহত্তর কুতুপালং এলাকার লম্বাশিয়া ডি ব্লক রোহিঙ্গা ক্যাম্পে আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) কার্যালয়ে একদল বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিব উল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন।

এই ঘটনায় একই বছরের ৩০ সেপ্টেম্বর মুহিব উল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন। দীর্ঘ সাড়ে ৮ মাস তদন্ত শেষে আজ সোমবার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

আদালত সূত্র জানিয়েছে, গ্রেপ্তার ১৫ জনের মধ্যে ৪ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে ৩ জন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডে ৩৬ জন জড়িত ছিল বলে ধারণা করা হলেও ৭ জনের ঠিকানা ও অবস্থান চিহ্নিত করা যায়নি। ফলে, ২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে নিহত মুহিব উল্লাহর পরিবারের ১১ সদস্য ইউএনএইচসিআর ও আইওএমের ব্যবস্থাপনায় কানাডায় চলে যান। ওই ১১ জনের মধ্যে মুহিব উল্লারর স্ত্রী নাসিমা খাতুন, তাদের ৯ সন্তান ও মেয়ে জামাই ছিলেন।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Troubled NBL offers cash to journalists in snacks box

After the press conference, the bank officials offered packets with snacks to journalists. However, after taking the packet, journalists noticed that it contained an envelope with Tk 5,000 inside

49m ago