দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

পদ্মায় ২ ফেরির মুখোমুখি সংঘর্ষ: ৪ সদস্যের তদন্ত কমিটি

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরিয়তপুরের মাঝিকান্দি নৌপথে বেগম রোকেয়া এবং সুফিয়া কামাল ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ফেরি চালকের অবহেলাকে দায়ী করেছে বিআইডব্লিউটিসি।
ফেরি বেগম রোকেয়া। ফাইল ছবি: স্টার

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরিয়তপুরের মাঝিকান্দি নৌপথে বেগম রোকেয়া এবং সুফিয়া কামাল ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ফেরি চালকের অবহেলাকে দায়ী করেছে বিআইডব্লিউটিসি।

এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আহমদ শামীম আল রাজি।

আজ রোববার ভোররাত ৪টার দিকে শরিয়তপুরের জাজিরা উপজেলার মূল পদ্মা নদীতে ২ ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়।

বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আহমদ শামীম আল রাজি ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান ডিজিএম শাহজাহান। তারা আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এরপর যাদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'এখানে অবশ্যই ফেরি চালকের অবহেলা ছিল। আর যেখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেখানে নদী খরস্রোতা ছিল। সার্বিক বিষয় নিয়ে যারা যারা দায়িত্বে ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

Comments