আলোক ব্যবস্থা পরীক্ষা করে খুলবে সিলেট বিমানবন্দর
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের অ্যাপ্রোচ এলাকা থেকে পানি সরে যাওয়ার পর এর আলোক ব্যবস্থা পরীক্ষা করা হচ্ছে। অ্যাপ্রোচ এলাকার আলোক ব্যবস্থায় সমস্যা না থাকলে এবং আর বৃষ্টি না হলে উড়োজাহাজ চলাচলের জন্য বিমানবন্দরটি খুলে দেওয়া হবে।
আজ সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
সিলেট জেলায় চলমান ভয়াবহ বন্যার কারণে রানওয়ে পানিতে ডুবে গেলে গত শুক্রবার থেকে ফ্লাইট বন্ধ আছে।
প্রতিমন্ত্রী বলেন, রানওয়ে ও অ্যাপ্রোচ এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও অ্যাপ্রোচ এলাকায় আলোর ব্যবস্থা কার্যকর আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
তিনি আরও বলেন, এ কারণেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি দল ইতোমধ্যে সিলেট বিমানবন্দরে পৌঁছেছে। তারা আলোক ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন এগুলো সঠিকভাবে কাজ করছে কিনা।
দেশের ৩টি উড়োজাহাজ অপারেটর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পাশাপাশি জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সিলেট-লন্ডন রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করে।
Comments