সেপ্টেম্বর থেকে ৩ রুটে নগর পরিবহনের ২০০ বাস নামবে

স্টার ফাইল ছবি

ঢাকায় গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনটি রুটে নতুন ২০০ বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি।

আজ মঙ্গলবার কমিটির ২৩তম সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস এই ঘোষণা দেন।

নতুন এই তিন রুট হলো — কেরানিগঞ্জের ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে নারায়ণগঞ্জের ভুলতা, ঘাটারচর থেকে মোহাম্মদপুরের বসিলা হয়ে মেঘনা ঘাট (কাঁচপুর) এবং ঘাটারচর থেকে কড়াইল হয়ে নারায়ণগঞ্জ।

এর আগে গত মার্চে ডিএসসিসি মেয়র নতুন তিন রুটে ২২৫টি নতুন বাস নামানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

রাজধানীতে যাত্রী পরিবহনসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গত বছরের ২৬ ডিসেম্বর 'ঢাকা নগর পরিবহন' নামে  বাসসেবা চালু হয়। তখন কেরানীগঞ্জের ঘাটারচর থেকে রাজধানী হয়ে নারায়ণগঞ্জের কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি দোতলা বাসসহ মোট ৫০টি বাস দিয়ে এই সেবা চালু হয়েছিল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক ২০১৫ সালে রুটভিত্তিক কোম্পানির অধীন বাসসেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন। চালকদের মধ্যে যাত্রী তোলার প্রতিযোগিতা বন্ধ করতে একটি রুটে একটি কোম্পানির অধীনে বাস চালানো উদ্যোগ নেন তিনি।

২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হকের মৃত্যুর পর ডিএসসিসির তৎকালীন মেয়র সাঈদ খোকন বিআরআরসির ব্যবস্থাপনার দায়িত্ব নেন।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A gazette notification was issued in this regard by Public Security Division of the home ministry

2h ago