বিএনপির বিরুদ্ধে সায়েন্স ল্যাব এলাকায় বাস ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ বিআরটিসির

সায়েন্স ল্যাব এলাকায় অগ্নিসংযোগ করা নগর পরিবহনের বাসের আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির মিছিল থেকে নগর পরিবহনের ২টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

এতে বলা হয়, মিছিল থেকে ছোঁড়া ইট-পাটকেলের আঘাতে বাস ২টির চালক আহত হয়েছেন।

বাস দুটির একটি ঢাকা নগর পরিবহনের ২৬ নম্বর রুটের জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণাধীন এবং অপরটি ২১ নম্বর রুটের মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণাধীন।

আজ মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপির মিছিল থেকে বাস দুটিতে হামলা চালানো হয় বলে (বিআরটিসি) জানায়।   

বিআরটিসির সচিব মোহাম্মদ সাইদুর রহমানের (উপসচিব) সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির মিছিল থেকে বাস দুটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে বাসের চালক আহত হয়। বাস দুটির উইন্ডশিল্ড গ্লাসসহ ১৫টি জানালার কাঁচ ভেঙে যায়। 

যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর মিছিল সমর্থনকারীরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির ২টি সিট পুড়ে গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে ডিপো ম্যানেজারদের নির্দেশ দিয়েছে বিআরটিসি।

Comments

The Daily Star  | English

Don't scrutinise interim govt's mistakes too closely: Salehuddin

The adviser made the appeal at an event in Dhaka's Mohammadpur area, where financial aid was distributed to the families of victims of the recent student movement

10m ago