মুখ স্ক্যান করে বয়স যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার পরীক্ষা চালাচ্ছে ইনস্টাগ্রাম

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে নতুন এক পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। জোতি নামের একটি থার্ড পার্টি কোম্পানির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের মুখমণ্ডল স্ক্যান করে অনুমান করবে বয়স।

তবে ইনস্টাগ্রামের এই অপশনটি ১৩ বছরের বেশি বয়সীদের জন্য। ২০১৯ সাল পর্যন্ত ইনস্টাগ্রাম তার ব্যবহারকারীদের বয়স জিজ্ঞেস না করলেও এরপর থেকে তারা বয়স যাচাই শুরু করেছে। ব্যক্তি গোপনীয়তা এবং শিশু সুরক্ষা বিশেষজ্ঞদের সমালোচনার মুখে ইনস্টাগ্রাম বয়স যাচাই চালু করে। সেই সঙ্গে অল্প বয়স্ক ও প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের আলাদা করার পদ্ধতি চালু করেছে। 

বর্তমান কিশোর-কিশোরীরা তাদের জন্ম তারিখ এডিট করে ১৮ বছরের বেশি দেখানোর চেষ্টা করলে ইনস্টাগ্রাম তাদের বয়স যাচাই করে।  

বয়স যাচাইয়ের জন্য ব্যবহারকারীরা যে কোনো স্বীকৃত আইডি কার্ডের ছবি পাঠাতে পারেন। 

তবে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য দুটি অতিরিক্ত অপশন চালু থাকবে, সামাজিক সাক্ষ্যপ্রমাণ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বয়স অনুমান।

প্রথম পদ্ধতিটির জন্য, ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে ৩ জন মিউচুয়াল ফলোয়ারের মাধ্যমে বয়স নিশ্চিত করতে হবে। মিউচুয়াল ফলোয়ারদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে এবং ইনস্টাগ্রাম ইনভাইটেশনে অ্যাকসেপ্ট করার জন্য ৩ দিন সময় থাকবে। 

দ্বিতীয় পদ্ধতি হলো কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার। এই পদ্ধতিতে থার্ড পার্টি কোম্পানির কাছে একটি ভিডিও সেলফি পাঠাতে হবে। যেটি মেশিন লার্নিংয়ের মাধ্যমে একজন ব্যক্তির বয়স অনুমান করবে।

 

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago