পদ্মা সেতুর মালামাল ও যন্ত্রপাতি চুরি হচ্ছে, নিরাপত্তা জোরদার

পদ্মা সেতুতে গাড়ি ও মোটরসাইকেল থেকে নেমে ছবি ও ভিডিও করছেন উৎসাহী লোকজন। ছবি: স্টার

পদ্মা সেতুর ওপর গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি বন্ধে কঠোর হচ্ছে সেতু বিভাগ। তারা বলছেন, সেতুর উপরে যানবাহন হতে নামা নিষিদ্ধ হলেও অনেকেই তা অমান্য করছেন। এমনকি সেতুতে নেমে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও ক্ষতিসাধনের ঘটনাও ঘটছে।

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও তৈরি করে আজ রোববার এক যুবক আটক হওয়ার পর নিরাপত্তা নিয়ে কঠোর হচ্ছে সেতু কর্তৃপক্ষ।

আজ পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলামের সই করা একটি চিঠি ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অ্যান্ড সেফটি টিমকে পাঠানো হয়। চিঠিতে মূল সেতুর উপরিভাগ এবং মাওয়া-জাজিরা প্রান্তে টহল ও নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনী পদ্মা সেতু প্রকল্পে নিরাপত্তার দায়িত্বে আছে।

প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এই চিঠির কথা নিশ্চিত করেছেন।

চিঠিতে প্রকল্প পরিচালক বলেন, সেতুর ওপরে যানবাহন থেকে নেমে হাঁটাহাঁটি নিষিদ্ধ হলেও সেতুতে নেমে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও ক্ষতি করার ঘটনা ঘটছে। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল আছে। এসব জায়গায় মানুষ ঢুকে পড়ে ক্ষতি করছে।

শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অনেক মানুষ নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মূল সেতুতে উঠে পড়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন।

আজ রোববার ভোর ৬টায় সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর বহু মানুষকে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি ও ভিডিও করতে দেখা যায়। এর মধ্যেই সেতুর রেলিং থেকে নাট-বোল্টু খুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহা (৩০) নামের ওই যুবককে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

Comments

The Daily Star  | English

Finance adviser sees no impact on tax collection from NBR dissolution

His remarks came a day after the interim government issued an ordinance abolishing the NBR and creating two separate divisions under the finance ministry

3h ago