করোনা ঊর্ধ্বমুখী, আমরা কিছুটা চিন্তিত কিন্তু শঙ্কিত না: স্বাস্থ্যমন্ত্রী

zahid_malek_29jun22.jpg
ছবি: সংগৃহীত

করোনা রোধে সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা এখন একটু ঊর্ধ্বমুখী। আমরা কিছুটা চিন্তিত কিন্তু শঙ্কিত না। আমরা প্রস্তুত আছি।

আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান। হাসপাতালে তেমন রোগী নেই। রোগী এলে তাদের চিকিৎসা দেওয়ার পূর্ণ ব্যবস্থা রয়েছে। সংক্রমণ রোধ করার জন্য আমরা গত সপ্তাহে একটি সভা করেছি, সেই সভা থেকে আমরা সারা বাংলাদেশে কথা বলেছি। আমরা কিছু প্রস্তাবনা দিয়েছিলাম, অফিসে, যানবাহনে, স্কুল-কলেজে মাস্ক পরতে হবে। আশা করি জনগণ এই নির্দেশনা পালন করবে। নিজে সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। গত ২ দিন দুতিন জন করে মারা যাচ্ছে। আমরা একটি মৃত্যুও চাই না।

শিশুদের ভ্যাকসিন কার্যক্রম জুলাই মাসের শেষে জানিয়ে তিনি বলেন, আমাদের ভ্যাকসিন কার্যক্রম চলমান। আমাদের শিশুদের জন্য যে ভ্যাকসিন প্রয়োজন আমরা আশা করি জুলাই মাসের মাঝামাঝিতে পেয়ে যাব। এটি আমাদের কাছে খবর আছে। হাতে চলে এলে আমরা জুলাই মাসের শেষের দিকে আমরা ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারবো। তার জন্য যেসব দলিলাদি প্রয়োজন সেগুলো করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি, সেই কাজগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিলে করতে হবে। আশা করি এই সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারবো।

Comments

The Daily Star  | English

Thousands join BNP rally at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

1h ago