শিক্ষক হত্যা: আশুলিয়ার সেই শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু

ক্লাসে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ছবি: স্টার

ঢাকার সাভারে ছাত্রের স্ট্যাম্পের আঘাতে শিক্ষক উৎপল কুমার সরকার নিহতের হত্যাকান্ডের ঘটনায় ৫ দিন বন্ধ থাকার পর সেই কলেজে ক্লাস শুরু হয়েছে।

পূর্ব ঘোষণা অনুসারে আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পাঠদান শুরু হয়। বেলা ১১টায় শুরু হয় হাইস্কুল ও কলেজ শাখার ক্লাস।

হাজী ইউনুছ আলী কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ স্কুল শাখায় ৫৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত আছে। কলেজ শাখায় উপস্থিতির হার ৬০ শতাংশ।'

আগামীকাল থেকে প্রতিষ্ঠানটিতে ঈদের ছুটি শুরু হবে জানিয়ে সাইফুল হাসান আরও বলেন, 'আসলে অনেক শিক্ষার্থীর মন থেকে এই ঘটনার আতঙ্ক এখনো কাটেনি। এছাড়া ঈদ চলে আসায় অনেক শিক্ষার্থী গ্রামের বাড়িও চলে গেছে।'

আশুলিয়ার চিত্রশাইল এলাকার এই কলেজের মাঠে গত ২৫ জুন দুপুরে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। পরদিন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত উৎপল মারা যান।

ওই দিনই উৎপলের বড় ভাই অসীম কুমার সরকার আশুলিয়া থানায় জিতু ও অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। ২৯ তারিখ পুলিশ জিতু ও তার বাবাকে গ্রেপ্তার করে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

26m ago