ট্রেনের ধাক্কায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী নিহত

জাবের খান জনি। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর এক সাইট প্রকৌশলী ট্রেনের ধাক্কায় নিহত হ‌য়ে‌ছেন।  

শ‌নিবার বিকেলে তিনি দুর্ঘটনার শিকার হন। এরপর রা‌তে তাকে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেওয়ার প‌থে মারা যান। 

নিহত প্রকৌশলী জাবের খান জনি (২৪) বঙ্গবন্ধু রেল‌ সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানির সাইট প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তার বাড়ি কালিহাতী উপজেলার খরশিলা গ্রামে। জনি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র।   

নিহত জনির খালাতো ভাই একই ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত সাইট প্রকৌশলী বিন জায়েদ দ্য ডেইলি স্টারকে জানান, শনিবার বি‌কে‌লে কাজ শে‌ষে কা‌লিহাতী উপ‌জেলার বিয়ারামারুয়া এলাকায় রেললাই‌নের ওপর দি‌য়ে হেঁটে যাওয়ার সময় মোবাই‌লে কথা বল‌ছি‌লেন। এ সময় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। 

যোগাযোগ করা হলে, টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. সাকলাইন দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থ পরিদর্শন করেছেন।

 

 

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

2h ago