হিমাচলে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৬

হিমাচলে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৬। ছবি: টুইটার থেকে সংগৃহীত
হিমাচলে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৬। ছবি: টুইটার থেকে সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলের হিমাচল প্রদেশ রাজ্যের কুলু জেলায় বাস দুর্ঘটনায় ৬ স্কুলগামী শিক্ষার্থীসহ অন্তত ১৬ যাত্রী মারা গেছেন।

জেলা কর্মকর্তারা জানান, বাসটি খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা আরও জানান, আজ সোমবার সকালে নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাওয়ার পথে জাংলা গ্রামের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি খাদে পড়ে যায়।

বাসটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিল, যাদের বেশিরভাগই স্কুলগামী শিক্ষার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।

যারা এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মোদি। এছাড়াও, আহতরা ৫০ হাজার রুপি করে পাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে পোস্ট করা এক টুইট বার্তায় এ তথ্য জানা গেছে।

Comments