সন্তান হত্যার অভিযোগে মা আটক

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আড়াই বছরের এক শিশুকে হত্যার অভিযোগে শিশুর মাকে আটক করেছে পুলিশ।  

আজ সোমবার রাতে শহরের নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে শারমিন বেগমকে (১৯) আটক করা হয়।

নিহত শিশুর নাম জান্নাতুল। সে উপজেলার সদর মধ্যনসিংপুর এলাকার শাকিল মিয়ার মেয়ে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল ১১টার দিকে জান্নাতুল কান্না শুরু করলে শারমিন বেগম রেগে সন্তানের গলা টিপে ধরেন। এতে শিশুটি অচেতন হয়ে যায়। পরে শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান শারমিন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।'

'হাসপাতাল কর্তৃপক্ষ শিশুর মৃত্যুর কারণ জেনে মরদেহ মর্গে রেখে দেয়। রাতে আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুর মাকে আটক করি', যোগ করেন তিনি।

শারমিনের বাবা নূর ইসলামের বরাত দিয়ে এসআই হুমায়ন কবির বলেন, 'শারমিন কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তার স্বামী শাকিল তাকে না জানিয়ে দূরে কোথাও চলে যান। তিনি আর ফিরে আসেননি। বাবার বাসায় মেয়েকে নিয়ে বসবাস করতেন শারমিন। কিন্তু সংসারের অভাব-অনটন ও শিশুর চাহিদা অনুযায়ী খাবার দিতে না পারায় তার মধ্যে হতাশা কাজ করত।'  

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে এসআই বলেন, মামলায় শারমিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago