৩ বিশেষ ট্রেনে কোরবানির হাজার পশু ঢাকায়

প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ক্যাটল স্পেশাল ট্রেনে ১ হাজার কোরবানির পশু নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার উপজেলা থেকে ২টি ট্রেন ও চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি ট্রেন ঢাকায় এসেছে।

আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ক্যাটল স্পেশালের প্রথম ট্রেনে ২৫ ওয়াগনে ৪০০ গরু নিয়ে গতকাল দুপুর ২টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে ইসলামপুর বাজার হয়ে আজ ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছে।

দ্বিতীয় ট্রেন দেওয়ানগঞ্জ বাজার থেকে ১৮টি ওয়াগনে ২৮৮ গরু, ইসলামপুর বাজার থেকে ৭ ওয়াগনে ১১২ গরুসহ ২৫ ওয়াগনে ৪০০ গরু নিয়ে সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২টি ট্রেনে মোট ৮০০ গরু ঢাকায় এসেছে। ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ১১০ টাকা।

এ ছাড়াও, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বড়াল ব্রিজ থেকে ৩৬ গরু ও ১৬০ খাসি নিয়ে গতকাল বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয়ে আজ সকাল ৭টায় ঢাকায় পৌঁছে। এ ট্রেন থেকে মোট ভাড়া আদায় হয়েছে ৪২ হাজার ১২০ টাকা।

Comments

The Daily Star  | English

Retired officials’ promotions plunged civil service into crisis

One year into the interim government’s tenure, the public administration ministry remains in disarray

8h ago