শিনজো আবের অবস্থা আশঙ্কাজনক

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অবস্থা আশঙ্কাজনক।
ছবি: রয়টার্স

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার জাপানের কিয়োদো নিউজ অ্যাজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আবেকে হাসপাতালে নেওয়ার সময় অবস্থা দেখে মনে হয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত।

টোকিওর সাবেক গভর্নর ইয়োইচি মাসুজোই টুইটারে বলেছেন, ৬৭ বছর বয়সী আবে 'কার্ডিওপালমোনারি অ্যারেস্ট' অবস্থায় আছেন।

প্রতিবেদনে বলা হয়, জাপানে এমন শব্দের এর অর্থ হচ্ছে—কাউকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করার পূর্ব মুহূর্ত।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজো মাতসুনো গণমাধ্যমকে বলেন, তিনি আবের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু জানেন না।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, আবেকে গুলি করার অভিযোগে পুলিশ ৪১ বছর বয়সী ইয়ামাগামি তেতসুয়াকে গ্রেপ্তার করেছে। তার হাত থেকে বন্দুকটি জব্দ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নারা সিটি ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, আবে অচেতন অবস্থায় আছেন। মনে হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

আবের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন, আবেকে পেছন থেকে গুলি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটি হাতে বানানো।

প্রতিবেদনে বলা হয়, আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে আবে গুলিবিদ্ধ হন। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি গুলি হওয়ার মতো শব্দ ২ বার শুনেছেন।

Comments

The Daily Star  | English
Digital Security Act

255 journalists sued under DSA for their work: CGS

At least 451 journalists were sued under the Digital Security Act (DSA) since its inception and 255 of them were sued for their journalistic reports, according to a research paper by Centre for Governance Studies (CGS)

1h ago