যে কারণে ভক্তদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় হয়নি সালমানের

সালমান খান। ছবি: রয়টার্স ফাইল ফটো

ঈদুল আজহার দিনে বলিউড 'সুলতান' সালমান খান দেখা দেননি তার ভক্তদের। তাকে দেখতে ভক্তরা ভিড় করলেও একবারের জন্যও বাসভবন 'গ্যালাক্সি'র বাইরে বের হননি তিনি।

ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছেন, সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডের পর আর কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না সালমান খান।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের দলের হুমকি বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বলিউডের এই শীর্ষ অভিনেতা। অতীতে তাকেও হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। এছাড়া তার বাবা ও আইনজীবীকেও হুমকি দেওয়া হয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণেই জনসমক্ষে আসেন না সালমান। 'গ্যালাক্সি'র চারপাশে ১৫টির মতো সিসি ক্যামেরা বসানো আছে। রয়েছে কড়া পুলিশ পাহারাও। সব মিলিয়ে এ বছরের পরিস্থিতি অনেকটাই ভিন্ন।

যদিও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে মান্নাতের বারান্দায় এসেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

Comments

The Daily Star  | English

The escape remembered: Manik Mia at 2:25pm

Exactly one year ago, at 2:25pm, Sheikh Hasina fled Bangladesh aboard a military helicopter

2h ago