পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ-সালমানকে!

শাহরুখ খান, সালমান খান, আরিয়ান খান, বলিউড,
শাহরুখ খান ও সালমান খান। ছবি: সংগৃহীত

পর্দায় শাহরুখ খান ও সালমান খানের একসঙ্গে উপস্থিতি মানে দারুণ কিছুর প্রত্যাশা। কারণ বলিউডের দুই সুপারস্টারের ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। তাই দুজনকে একসঙ্গে পর্দা দেখা যাওয়া মানে ভক্তদের জন্য তা বাড়তি পাওয়া।

অবশ্য তাদের ভক্তরাও দুই খানকে পর্দায় একসঙ্গে দেখতে চান। তা সে সিনেমা হোক, অ্যাওয়ার্ড শো কিংবা বিজ্ঞাপনে হোক না কেন। এর আগে করণ অর্জুন, কুছ কুছ হোতা হ্যায় এবং হাম তুমহারে হ্যায় সনম থেকে শুরু করে আরও বেশ কয়েকটি সিনেমাতে তারা একসঙ্গে অভিনয় করেছেন। দর্শকরা সেই সিনেমাগুলো উপভোগও করেছেন। এমনকি কোনো সিনেমাতে কয়েক মিনিটের জন্য তাদের একসঙ্গে দেখা গেছে। সেই ক্যামিকেও দর্শক উপভোগ করেছেন।

নতুন খবর হলো, আবারও দুই খানকে একসঙ্গে দেখা যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে সিনেমাতে দেখা যাবে, ব্যাপারটা এমন নয়। বিনোদন জগতের গুঞ্জন অনুযায়ী, আরিয়ান খানের ওয়েব সিরিজে শাহরুখ ও সালমানকে দেখা যেতে পারে। হ্যাঁ, ঠিকই পড়েছেন!

আরিয়ান স্টারডম নামে একটি শো করছেন, যেখানে বিনোদন জগতের জীবন ও সংগ্রামের গল্পকে তুলে ধরা হবে। নিউজ এইটটিনের প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান খান দুই সুপারস্টারকে একত্রিত করতে চান; তবে এখানে একটা টুইস্ট আছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, আরিয়ান খান সালমান খানকে একটি পর্বের অংশ হওয়ার প্রস্তাব দিয়েছেন এবং সুপারস্টার ইতোমধ্যে তার অংশের ভিডিও করেছেন। এখন টুইস্টটি হল, শোতে শাহরুখ ও সালমানের স্ক্রিন স্পেস নাও থাকার সম্ভাবনা রয়েছে। তবে আরিয়ানের জন্য বড় ব্যাপার হলো- তার শোতে ইতোমধ্যে রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর, ববি দেওলের মতো অভিনেতাদের উপস্থিতি দেখা গেছে।

সূত্রটি আরও উল্লেখ করেছে, সালমানকে স্টারডমের একটি ক্যামিও প্রস্তাব দেওয়া হয়েছিল। অবশ্য শাহরুখ ও তার পরিবারের সঙ্গে সালমানের দারুণ বন্ধন। তাই আরিয়ানকে হ্যাঁ বলতে তার সময় লাগেনি। আরিয়ান খানের শো স্টারডমের কথা বললে, এটি একটি ছয় পর্বের সিরিজ এবং এতে মোনা সিং প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

গত বছর 'পাঠান' ও 'টাইগার থ্রি'র জন্য শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে পর্দায় দেখেছিলেন দর্শক।

এদিকে শাহরুখ খানকে আগামীতে মেয়ে সুহানা খানের সঙ্গে সুজয় ঘোষের 'কিং' সিনেমাতে দেখা যাবে। ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা এই থ্রিলার সিনেমাকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। অন্যদিকে বিগ বস ১৮ ও সিকান্দার নিয়ে ব্যস্ত সালমান খান। সিকান্দার ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমাতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা ও সত্যরাজ।

Comments

The Daily Star  | English
BNP leaders in meeting with CA for election roadmap

BNP leaders in meeting with CA for election roadmap

BNP to submit a written statement urging the announcement of an election roadmap

1h ago