ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনক

ঋষি সুনক। ছবি: সংগৃহীত

বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে দ্বিতীয় রাউন্ডে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাবেক চ্যান্সেলর অব এক্সচেকার ঋষি সুনক। তাকে রুখতে কঠোর প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বাকি প্রার্থীরাও। 

বৃহস্পতিবারের ভোটে অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্র্যাভারম্যান ছিটকে যাওয়ার পরও ৫ জন প্রার্থী রয়েছেন এই প্রতিযোগিতায়। 

মিস্টার সুনক সবেচেয়ে বেশি ১০১ ভোট পেয়েছেন, দ্বিতীয় অবস্থানে থাকা পেনি মর্ডান্ট পেয়েছেন ৮৩ ভোট এবং লিজ ট্রাস ৬৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

সোমবার পরবর্তী ভোটের আগ পর্যন্ত প্রার্থীরা ব্র্যাভারম্যানের ২৭ সমর্থককে দলে টানার চেষ্টা করছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় মিসেস ব্র্যাভারম্যান ঘোষণা দেন, তিনি মিস ট্রাসকে সমর্থন দিয়েছেন। পরের রাউন্ডের ভোটের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে উৎসাহিতও করেছেন।

সাবেক ইকুয়ালিটিস মিনিস্টার কেমি ব্যাডেনোচ; যিনি বৃহস্পতিবারের ৪৯ ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিলেন এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান টম তুগেনধাত যিনি ৩২ ভোট পেয়ে পঞ্চম স্থানে ছিলেন। তারা দুজন জানিয়েছেন, শেষ পর্যন্ত প্রতিযোগিতা চালিয়ে যাবেন।

 

Comments

The Daily Star  | English

Rising tea prices bring new life to northern growers

Better rates, higher yields, and improved quality are revitalising tea cultivation

11h ago