অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপকে আবারও দুদকে তলব

ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখছেন টিউলিপ। ফাইল ছবি: tulipsiddiq.com
ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রাখছেন টিউলিপ। ফাইল ছবি: tulipsiddiq.com

দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের আইনপ্রণেতা ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

টিউলিপকে ২২ জুন সকাল দশটায় সেগুনবাগিচায় অবস্থিত দুদকের সদর দপ্তরে হাজির হতে বলা হয়েছে। দুদকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এর আগে মে মাসে ব্রিটিশ লেবার পার্টির আইনপ্রণেতা টিউলিপকে তলব করেছিল দুদক।

তবে সে সময় টিউলিপ বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন তিনি সেই নোটিশ পাননি।

বেআইনিভাবে ঢাকার গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে ১৫ মে মামলা দায়ের করে দুদক।

মামলায় বলা হয়, টিউলিপ কোনো টাকা ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে গুলশান-২ এর ৭১ নম্বর রোডের একটি ফ্ল্যাট নিয়েছেন।

 

Comments