লিটারে সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমে ১৮৫

সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও আজ দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে। আজ রোববার পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠক থেকে সরকার নতুন দাম নির্ধারণ করে দেয়।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ভোজ্য তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

তিনি আরও জানান, প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা।

 

Comments

The Daily Star  | English

Without reforms, Feb election unacceptable: Nasiruddin Patwary

'We won't give even one percent concession in July Charter,' says Nahid

43m ago