হালদায় এক সপ্তাহে তিন ডলফিনের মৃতদেহ উদ্ধার

হালদা নদী। স্টার ফাইল ছবি

চট্টগ্রামে হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে নদীটিতে তিনটি ডলফিনের মৃতদেহ পাওয়া গেল।

সর্বশেষ গতকাল বুধবারও হালদায় একটি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল। এ নিয়ে গত সাড়ে তিন বছরে ৩৮টি গাঙ্গেয় ডলফিনের মরদেহ পাওয়া গেল।

হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে জানান, রাউজানের আজিমেরঘাট এলাকায় স্থানীয় লোকজন আজ বেলা ১২টার দিকে ডলফিনটিকে মৃত অবস্থায় পায়। ৮৪ ইঞ্চি লম্বা এই ডলফিনটির ওজন ৬০ কেজি।

তিনি আরও বলেন, যখন ডলফিনটি পাওয়া যায় ততক্ষণে এতে পচন ধরে গিয়েছিল। এ কারণে ডলফিনটির মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। মরদেহটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে বিপন্ন গাঙ্গেয় ডলফিনের বসবাস। মানবসৃষ্ট দুর্যোগ, লবণাক্ততা বৃদ্ধির কারণে নদীতে থাকা মা মাছ ও ডলফিন ব্যাপক ঝুঁকিতে আছে।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago