শপথ নিলেন ভারতের প্রথম সাঁওতাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন দ্রৌপদী মুর্মু। ছবি: হিন্দুস্তান টাইমস থেকে নেওয়া

ভারতের গণতন্ত্রের মুকুটে যুক্ত হলো আরও এক নতুন পালক। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটির ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন প্রথম সাঁওতাল নারী দ্রৌপদী মুর্মু।

আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সকালে পার্লামেন্টের সেন্ট্রাল হলে প্রধান বিচারপতি এনভি রমণ প্রেসিডেন্ট হিসেবে দ্রৌপদী মুর্মুর শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যসভার চেয়ারম্যান এম ভেনকাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিরলা, মন্ত্রী পরিষদের সদস্য, বিভিন্ন রাজ্যর গভর্নর ও মুখ্যমন্ত্রীসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর দ্রৌপদী দিল্লির রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণে দ্রৌপদী বলেন, 'ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপনের বছরে এমন সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।'

'স্বাধীন ভারতে জন্ম নেওয়া আমিই প্রথম রাষ্ট্রপতি। ছোট গ্রাম থেকে এসেছি। সে গ্রামে প্রাথমিক শিক্ষা গ্রহণ করাই দুষ্কর।'

গত ২২ জুলাই ঝাড়খণ্ডের সাবেক গভর্নর ও ক্ষমতাসীন বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে পরাজিত করেন।

৬৪ বছর বয়সী দ্রৌপদীকে গত ২১ জুন বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

Comments

The Daily Star  | English
India's detention camps for undocumented immigrants

India orders states to set up detention camps for undocumented immigrants

Order issued under Immigration and Foreigners Act, 2025, effective from September 1

53m ago