মুকেশ আম্বানির ছেলের চিড়িয়াখানা ‘বনতারা’র বিরুদ্ধে তদন্ত শুরু

অবৈধভাবে বণ্যপ্রাণী সংগ্রহ ও তাদের প্রতি অপব্যবহারের অভিযোগে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে এশিয়ার সবচেয়ে ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি পরিচালিত চিড়িয়াখানার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা এখন 'বনতারা' নামের ওই চিড়িয়াখানার বন্যপ্রাণী আইন লঙ্ঘন, আর্থিক অস্বচ্ছতা এবং মানি লন্ডারিং সম্পর্কিত অভিযোগ খতিয়ে দেখবে।
সুপ্রিম কোর্ট বলেছে, এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার অভিযোগ পাওয়ায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বনতারা কর্তৃপক্ষ।
অভিযোগ বিষয়ে সরাসরি মন্তব্য না করে বনতারা কর্তৃপক্ষ জানায়, 'বনতারা স্বচ্ছতা, সহানুভূতি ও আইন অনুযায়ী পরিচালিত হয়। প্রাণীদের উদ্ধার, পুনর্বাসন এবং যত্নই আমাদের মিশন।'
তিন হাজার ৫০০ একরের চিড়িয়াখানাটিতে প্রায় দুই হাজার প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে প্রায় ২০০টি হাতি, চিতা, বাঘ এবং সিংহ মিলিয়ে বড় শিকারি প্রাণী ৩০০টি, তিন শতাধিক তৃণভোজী প্রাণী ও এক হাজার ২০০টি সরীসৃপ রয়েছে।
বনতারাকে বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র হিসেবে দাবি করে কর্তৃপক্ষ।
চিড়িয়াখানাটি গুজরাটের জামনগরে মুকেশ আম্বানির তেল শোধনাগারের (বিশ্বের সবচেয়ে বড়) কাছেই অবস্থিত।
২০২৩ সালে মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চিড়িয়াখানা উদ্বোধন করে ব্যাপক প্রশংসা করেছিলেন।
তবে এটি জনসাধারণের জন্য বন্ধ এবং দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী অধিকারকর্মী এবং সংরক্ষণবাদীদের সমালোচনার মুখে রয়েছে।
Comments