যুক্তরাষ্ট্রের বুকে 'লিটল বাংলাদেশ' নামের জয়জয়কার

সর্বশেষ ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে লিটল বাংলাদেশের সংখ্যা দাঁড়াল ৩টিতে। ছবি: সংগ্রীহিত
সর্বশেষ ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে লিটল বাংলাদেশের সংখ্যা দাঁড়াল ৩টিতে। ছবি: সংগ্রীহিত

মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে ছোট বা লিটল বাংলাদেশ নামের জয়জয়কার। এখন পর্যন্ত তিনটি অঞ্চলের নামকরণ করা হল ছোট বা 'লিটল বাংলাদেশ'।

সর্বশেষ ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মধ্য দিয়ে দেশটিতে লিটল বাংলাদেশের সংখ্যা দাঁড়াল ৩টিতে। এছাড়াও বাংলাদেশ অ্যাভিনিউ ও ব্যুলেভার্ড নামেও রয়েছে বেশ কয়েকটি সড়কের নাম।

নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কাউন্সিলর শাহানা হানিফ জানান, এ প্রসঙ্গে  ১৪ জুলাই উত্থাপিত বিলটি ইতোমধ্যে নিউ ইয়র্কের সিটি কাউন্সিলে ৪৭-০ ভোটে পাস হয়েছে।

শিগগির চার্চ-ম্যাকডোনাল্ড সংযোগস্থলে 'লিটল বাংলাদেশ' সাইনবোর্ড সংযুক্ত করা হবে বলে তিনি জানান।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিউ ইয়র্কের কুইন্সে অবস্থিত জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও হোমলন স্ট্রিটের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ হিসেবে নামকরণ করা হয়। ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মাধ্যমে নিউ ইয়র্কের দু'টি এলাকার নামকরণ করা হল লিটল বাংলাদেশ।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 'বাংলাদেশ' নামে একটি সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)।

সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে নিউ ইয়র্ক নগর কর্মকর্তাদের কাছে এ প্রস্তাব পাঠিয়েছেন। প্রস্তাবটি দ্রুত পাস করানোর চেষ্টা করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের থার্ড স্ট্রিট ও আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ের মাঝে অবস্থিত একটি এলাকাকে লস অ্যাঞ্জেলস শহর কর্তৃপক্ষ কর্তৃক 'লিটল বাংলাদেশ' নামে স্বীকৃতি দেয়। এটি লস অ্যাঞ্জেলসের বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের প্রাণকেন্দ্র।

২০১৯ সালের ২২ জুন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ইউনিয়ন অ্যাভিনিউ সড়কের নাম পরিবর্তন করে 'বাংলাদেশ ব্যুলেভার্ড রাখা হয়।

 

Comments

The Daily Star  | English

NCP serves show-cause notices on five leaders over Cox's Bazar trip on Aug 5

They were requested to appear in person and provide a written explanation within the next 24 hours

28m ago