ওমানে বৃহত্তর নোয়াখালী উইংয়ের ঈদ পুনর্মিলনী

ওমানে বৃহত্তর নোয়াখালী উইংয়ের ঈদ পুনর্মিলনী। ছবি: সংগৃহীত

ওমানে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে  বাংলাদেশ সোশ্যাল ক্লাবের 'বৃহত্তর নোয়াখালী উইং' -এর ঈদ পুনর্মিলন।

শত ব্যস্ততার মাঝে স্মৃতিচারণ, আড্ডা, সাংস্কৃতিক পরিবেশনায় আনন্দ খুঁজে নেন বাংলাদেশিরা প্রবাসীরা।

শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানী মাস্কাটের বারকায় ৫ তারকা আল নাহদা রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালী ছাড়াও সব অঞ্চলের প্রবাসীদের উপস্থিতিতে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়।

দৃষ্টিনন্দন রিসোর্টের মনোরম পরিবেশে অনুষ্ঠানের শুরুতে নোয়াখালীর ঐতিহ্য তুলে ধরে সংক্ষিপ্ত প্রামান্য চিত্র, গান ও ঐতিহাসিক পুঁথি পরিবেশন করা হয়। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়ামিন বিন ইউসুফ।

সংগঠনের আহ্বায়ক ছলিম উদ্দিন সেলিমের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান থোইং আই। 

বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী উইং-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ইফতেখার চৌধুরী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক, সহসভাপতি আজিমুল হক বাবুল সিআইপি ও সাধারণ সম্পাদক এম এন আমিন।

অন্যদের মধ্যে নোয়াখালী উইংয়ের যুগ্ম আহবায়ক গাজী পলাশ ও সদস্য সচিব আবু ইউসুফ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

ডা. জান্নাতুল নাইম জুঁইয়ের সঞ্চালনায়  অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি সম্মাননাপ্রাপ্ত বৃহত্তর নোয়াখালীর আজিমুল হক বাবুল, উৎপল সাহা, আব্দুল করিম ও রফিকুল ইসলাম খোকনকে নোয়াখালী উইংয়ের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারকে সম্মানিত করা হয়।

নোয়াখালী উইং প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হন উইং-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ইফতেখার চৌধুরী ও সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক। 

সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীদের দেশীয় গান -নাচ-আবৃত্তি অনুষ্ঠানকে করে তুলেছিল প্রাণবন্ত। গান ও নৃত্য পরিবেশন করেন ইকবাল, অনিক, আরমান, বিটু, বেলাল ও শিশু শিল্পীরা।  

হাজারো মানুষের সম্মিলনের এ আয়োজনে বাংলাদেশ কমিউনিটির সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী ও তাদের পরিবার অংশ নেন।

লেখক: ওমানপ্রবাসী বাংলাদেশি সংগঠক

 

Comments

The Daily Star  | English

CU students lock main entrance after peer 'assaulted by locals'

They began a sit-in after locking the gate, forcing teachers and students to enter the campus on foot

41m ago