মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ৭ জন চমেক হাসপাতালে 

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, আহত ৭ জন চমেক হাসপাতালে 
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় আহত পর্যটকবাহী মাইক্রোবাসের ৭ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।  

তারা হলেন- মাইক্রোবাসের হেল্পার তৌকিদ ইবনে শাওন, শিক্ষার্থী তছমির পাভেল, মোহাম্মদ সৈকত, তানভীর হাসান হৃদয়, আয়াত ও মোহাম্মদ ইমন।

চমেকের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা চমেকের ২৪ নম্বর এবং ২৮ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, চট্টগ্রামের মিরসরাইয়ে ক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা লেগে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হাসান চৌধুরী।

তিনি জানান, হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। তারা মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণ করে ফিরছিলেন।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'মাইক্রোবাসটি গেট ম্যানের অনুরোধ উপেক্ষা করে জোর করে ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।'

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago