জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে ‘ভেনেজুয়েলা’

এনআইডি কার্ডে জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে লেখা রয়েছে ভেনেজুয়েলা। ছবি: সংগৃহীত

সংশোধিত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব তথ্য ঠিক থাকলেও জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে হয়ে গেছে ভেনেজুয়েলা। এতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এনআইডি কার্ড সংশোধনকারীরা পড়েছেন দুর্ভোগে।

তবে নির্বাচন অফিস বলছে, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

পৌর শহরের ভুক্তভোগী শিউলি বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সব ডকুমেন্ট দিয়ে আবেদন করেছিলাম। সংশোধনের মেসেজ পেয়ে ২৯ জুলাই এনআইডি কার্ড ডাউনলোড করে দেখি আমি ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছি। এখন কী করবো বুঝতে পারছি না।'

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ভুক্তভোগীর অভিযোগ, প্রায় ২ মাস আগে এনআইডি সংশোধনের আবেদন করে উপজেলা নির্বাচন অফিসে তাকে অনেকদিন ঘুরতে হয়েছে। নানা হয়রানির শিকার হয়ে অবশেষে আবেদন মঞ্জুরের মেসেজ পেয়ে শনিবার দুপুরে এনআইডি ডাউনলোড করে দেখেন, তিনিও ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। আশা করছি, দ্রুতই তা সমাধান হয়ে যাবে।'

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago