ইউক্রেনের বন্দর ওডেসা ছেড়ে গেছে শস্যবাহী প্রথম জাহাজ

আফ্রিকার দেশ সিয়েরা লিয়নের পতাকাবাহী জাহাজ রাজোনি। ছবি: তুরস্কের প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইট
আফ্রিকার দেশ সিয়েরা লিয়নের পতাকাবাহী জাহাজ রাজোনি। ছবি: তুরস্কের প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইট

ক্রেমলিন ও কিয়েভের মধ্যে সাক্ষরিত চুক্তি মতে ইউক্রেনের খাদ্যশস্য বহনকারী প্রথম জাহাজটি আজ সকালে ওডেসা বন্দর ছেড়ে গেছে।

তুরস্কের বরাত দিয়ে সংবাদ সংস্থা ফ্রান্স২৪ আজ জানিয়েছে, সোমবার সকালে জাহাজটি বন্দর ছেড়ে যায়।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের শুরু থেকেই কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে পণ্য রপ্তানি বন্ধ ছিল। বিশ্বের অন্যতম প্রধান খাদ্য রপ্তানিকারক দেশ ইউক্রেন থেকে শস্য সরবরাহ না থাকায় বিশ্বজুড়ে খাবারের দাম বেড়ে যায়।

গত মাসে তুরস্ক ও জাতিসংঘের প্রতিনিধির উপস্থিতিতে উভয় পক্ষ এই ঐতিহাসিক চুক্তিতে সাক্ষর করে, যার মাধ্যমে ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানিতে রাজি হয়য় রাশিয়া। 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় খাদ্যশস্য নিয়ে "রাজোনি" জাহাজটি ওডেসা বন্দর ছেড়ে লেবাননের ত্রিপোলি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাহাজটি ২ আগস্ট ইস্তানবুলে পৌঁছাবে। ইস্তানবুলে নিরীক্ষণের পর এটি পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হবে।'

কৃষ্ণ সাগরে অবস্থিত ওডেসা বন্দর। ফাইল ছবি: রয়টার্স
কৃষ্ণ সাগরে অবস্থিত ওডেসা বন্দর। ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেন জানিয়েছে, জাহাজটি ২৬ হাজার টন ভুট্টা বহন করছে।

আফ্রিকার দেশ সিয়েরা লিয়নের পতাকাবাহী জাহাজ রাজোনি ২ আগস্ট তুরস্কে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। তুরস্ক ভিত্তিক যুগ্ম সমন্বয় কেন্দ্র (জেসিসি) জানায়, তারা সংশ্লিষ্ট সব দেশের সামরিক বাহিনীকে এই জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। জেসিসি এবং জাতিসংঘ, রাশিয়া, ইউক্রেন ও তুরস্কের কর্মকর্তারা ওডেসা বন্দরের প্রস্তুতি নিশ্চিত করেছেন। এছাড়াও, জাহাজের সক্ষমতাও পরীক্ষা করে একে শস্য পরিবহনের অনুমোদন দেওয়া হয়েছে।

 

Comments

The Daily Star  | English

When homes become killing grounds

Husbands killed 19 women on average each month this year

18m ago