লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ২৫ সেমি ওপরে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: দিলীপ রায়

তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে তিস্তার পানি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, সোমবার দুপুর থেকে তিস্তার পানি হঠান করেই বৃদ্ধি পেতে থাকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তার পানি আরও বাড়তে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করায় সোমবার সন্ধ্যা থেকে লালমনিরহাটের পাট-গ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমরই ও সদর উপজেলার ৫০টির বেশি চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল গ্রামে নদীর পানি প্রবেশ করেছে। তিস্তা ব্যারেজ সংলগ্ন হাতীবান্ধা উপজেলার গোডিমরই ইউনিয়নের কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ বাড়ি-ঘর ছেড়ে গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন।

আদিতমরই উপজেলার মহিষ-খোঁচা ইউনিয়নের গোবর্ধন গ্রামের কৃষক নবীর হোসেন বলেন, তিস্তার পানি আকস্মিক বেড়ে বাড়ি-ঘরে নদীর পানি প্রবেশ করছে। ঘরের ভেতর নদীর পানি ঢুকে পড়েছে। বাড়ি-ঘর ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, তিস্তায় পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চল থেকে মানুষদের নৌকায় করে নিরাপদে আনা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Govt seeks Interpol red notice against owners of 3 garment factories

Labour ministry initiates move to issue red notice against three garment factory owners

1h ago