৬ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় মো. বেলাল উদ্দিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, ওই শিশু একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর আরও ২ জন শিক্ষার্থীসহ বাড়ি ফিরছিল সে। পথে বেলাল উদ্দিন শিশুটিকে দোকান থেকে আচার কিনে দেন এবং শিশুটির সঙ্গে থাকা ২ শিক্ষার্থীকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর শিশুটিকে প্রজেক্টের পাড়ে নিয়ে ধর্ষণ করেন তিনি।

শিশুটি বাড়িতে ফিরে এ ঘটনা জানালে তার মা গতকাল রাতে চরজব্বার থানায় মামলা করেন। রাতেই বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে আজ দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি।  

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

14m ago