ঢাকার ২ মেয়র মন্ত্রীর, চট্টগ্রাম-নারায়ণগঞ্জের মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন

আতিকুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস, রেজাউল করিম চৌধুরী ও সেলিনা হায়াৎ আইভী। (বাম দিক থেকে)

রাজধানীর ২ সিটি করপোরেশনের মেয়র মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন। একইসঙ্গে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মেয়ররা পাচ্ছেন প্রতিমন্ত্রীর মর্যাদা।

গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস মন্ত্রীর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর পদমর্যাদা নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মুর্শেদের সই করা প্রজ্ঞাপনে এই ৪ মেয়রের নতুন পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশে পরবর্তী ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ও সচিবালয়কে অনুরোধ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Trump slaps allies Japan, South Korea with 25% tariffs

In near-identically worded letters to the Japanese and South Korean leaders, Trump said the tariffs would apply from August 1

3h ago