ঢামেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ রেখে পালালেন ২ নারী

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক নারীর মরদেহ রেখে পালিয়েছে তাকে নিয়ে আসা লোকজন। অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স ২৭ বছর। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তিনি অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

আজ মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি জরুরি বিভাগের মর্গের বাইরে রাখা ছিল।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে ২ নারী সিএনজি অটোরিকশা যোগে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বলেন, মধ্য রাতে সিএনজি অটোরিকশায় করে ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন ২ নারী। জরুরী বিভাগের ট্রলিম্যানরা তাকে ট্রলিতে করে চিকিৎসকের রুমের সামনে নিয়ে যায়। ওই নারীর সঙ্গে আসা ২ নারী টিকিট কাটার জন্য কাউন্টারে যান। অনেক সময় পেরিয়ে গেলেও টিকিট নিয়ে তারা আর রোগীর কাছে ফিরে আসেনি। এতে হাসপাতালের স্টাফদের সন্দেহ হলে ওই নারীদের খোঁজ শুরু করেন। তবে হাসপাতালের কোথাও তাদের পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালকের নির্দেশে শাহবাগ থানায় একটি জিডি করা হয়।

মধ্য রাত থেকে মরদেহটি মর্গের বাইরেই ফেলে রাখার বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড মাস্টার বলেন, 'মরদেহটি মর্গেই রাখা ছিল। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করবে সেজন্য বাইরে রাখা হয়েছে।'

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীর মরদেহ জরুরি বিভাগের মর্গে সামনে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্ত ও কীভাবে মারা গেছেন বিস্তারিত তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে। ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তার মাথায় আঘাত রয়েছে।

Comments

The Daily Star  | English

Biman flies high with record profit in FY25

Of its 55-year journey, the national flag carrier posted profit in 26 years

11h ago