ওসি মনিরুলের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে হাইকোর্টে রিট

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৫ আগস্ট দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে আজ বুধবার হাইকোর্টে রিট আবেদনটি করেছেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ওসি মনিরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে, এ বিষয়ে আবেদনে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে।

আজই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের শুনানি হতে পারে।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে ভবন-প্লটসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন ওসি মনিরুল। রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে একজন মুক্তিযোদ্ধার ভবন দখলে নেওয়ার অভিযোগও উঠেছে মনিরুলের বিরুদ্ধে।

পুলিশ সূত্র বলছে, ওসি মনিরুলের যে পরিমাণ সম্পদের তথ্য সামনে এসেছে, বাস্তবে এর পরিমাণ তার চেয়েও বেশি।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে ওসি মনিরুলের একটি ৮ তলা ভবন রয়েছে। বর্তমানে আরেকটি ডুপ্লেক্স ভবনের নির্মাণকাজ চলমান। এ ছাড়াও, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে তার ৪টি প্লট রয়েছে।

Comments

The Daily Star  | English
Mustafa Zaman Abbasi no more

Mustafa Zaman Abbasi no more

A revered Bangladeshi musicologist, author, and television figure, Mustafa Zaman Abbasi passed away at 7:00am today at the age of 87.

49m ago