ওসি মনিরুলের অবৈধ সম্পদ: রিটকারীকে দুদকে যেতে বললেন হাইকোর্ট

হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ রিটকারীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে দিতে বলেছেন হাইকোর্ট।

আজ বুধবার বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

একইসঙ্গে ২১ আগস্ট পর্যন্ত আদালত শুনানি মুলতবি করেছেন।

গত ৫ আগস্ট দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে আজ বুধবার হাইকোর্টে রিট আবেদনটি করেছেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ওসি মনিরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে, এ বিষয়ে আবেদনে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে ভবন-প্লটসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন ওসি মনিরুল। রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে একজন মুক্তিযোদ্ধার ভবন দখলে নেওয়ার অভিযোগও উঠেছে মনিরুলের বিরুদ্ধে।

পুলিশ সূত্র বলছে, ওসি মনিরুলের যে পরিমাণ সম্পদের তথ্য সামনে এসেছে, বাস্তবে এর পরিমাণ তার চেয়েও বেশি।

প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে ওসি মনিরুলের একটি ৮ তলা ভবন রয়েছে। বর্তমানে আরেকটি ডুপ্লেক্স ভবনের নির্মাণকাজ চলমান। এ ছাড়াও, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে তার ৪টি প্লট রয়েছে।

আদালতে মনিরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব শফিক। তিনি আদালতকে বলেন, তার ক্লায়েন্ট প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠিয়েছেন। সেই প্রতিবাদটি এখনো প্রকাশিত হয়নি।

Comments

The Daily Star  | English

Committee of 3 advisers formed to probe Abdul Hamid's departure

Led by CR Abrar, Syeda Rizwana Hasan, and Brig Gen (retd) M Sakhawat Hossain are part of the committee

28m ago