পাহাড় কাটার অভিযোগে চসিক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

পাহাড় কাটার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়।
চসিক

পাহাড় কাটার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়।

আজ বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. সাখাওয়াত হোসাইন বাদী হয়ে আকবরশাহ থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, চট্টগ্রাম সিটির আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলীর লেকসিটি আবাসিক এলাকা সংলগ্ন পাহাড় অবৈধভাবে কেটে স্থাপনা নির্মাণ করেছেন জহুরুল আলম জসিম।

এ অভিযোগে তিনি, তার স্ত্রী তাছলিমা বেগম ও কেয়ারটেকার মোহাম্মদ হৃদয়ের বিরুদ্ধে মামলাটি করা হয়।

গত ৮ আগস্ট পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, লেকসিটি আবাসিক এলাকা সংলগ্ন ছড়ার কাছে টিলা শ্রেণির জমির আনুমানিক ৩ শতাংশ অংশের ছোট-বড় সব গাছ ও ঝোপঝাড় কেটে ফেলা হয়েছে। 

এ ছাড়া সেখানে পাহাড় কেটে একটি টিনশেড সেমিপাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। 

সেখানে কর্তনকৃত পাহাড়ের পরিমাণ আনুমানিক ৩ হাজার ঘনফুট বলে পরিবেশ অধিদপ্তর জানায়। 

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাহাড় কাটার সত্যতা পাওয়ায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে বুধবার অভিযুক্তদের শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেয়। শুনানিতে কেয়ারটেকার মোহাম্মদ হৃদয় জানান যে, কর্তনকৃত ভূমির মালিক তিনি নন। ভূমিটির প্রকৃত মালিক জহুরুল আলম জসিম ও তার স্ত্রী তাছলিমা বেগম।'

সব তথ্য যাচাই করে জহুরুল আলম জসিম, তাছলিমা বেগম ও মোহাম্মদ হৃদয়ের বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা করা হয় বলে জানান তিনি।

এই বিষয়ে জানতে জহুরুল আলম জসিমকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English
Students back to school even as Met office extends heat alert

Heatwave: Secondary schools, colleges in 5 districts to remain shut tomorrow

All secondary schools, colleges, madrasas, and technical education institutions in Dhaka, Chuadanga, Jashore, Khulna, and Rajshahi districts will remain closed tomorrow due to the ongoing heatwave

20m ago